দিছপুর বিধানসভার সম্মুখে বিভিন্ন দাবী নিয়ে ধৰ্মঘট করলেন বিরোধীরা

জামিল হোসেন, এনবিটিভি, ২১ জুলাই পাতারকান্দি, আসাম: সোমবার দিছপুর বিধানসভার সম্মুখে বিভিন্ন দাবী নিয়ে অবস্থান ধৰ্মঘট পালন করা হয়। উপস্থিত ছিলেন, আসাম বিধানসভার বিরোধী দলের দলপতি তথা নাজিরা সমষ্টির মাননীয় বিধায়ক দেবব্ৰত শইকিয়া,আসাম প্ৰদেশ কংগ্ৰেসের সংখ্যালঘূ বিভাগের চেয়ারম্যান মাননীয় সালমান খান, কলিয়াবর লোকসভা সমষ্টির মাননীয় সাংসদ গৌরব গগৈ ,প্ৰাক্তন মন্ত্ৰী মাননীয় ছিদ্দিক আহমেদ সাহেব,এপিসিসি সম্পাদক তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী বরাকের গৌরব মাননীয় দাইয়ান হুসেন , আসাম রাজ্যিক এন এছ উই আইর সভাপতি মাননীয় জ্যোতিবিকাশ চাংমাই মহাশয় সেই ধর্মঘটে কিছু দাবী তুলে ধরেন।

কৃষক নেতা অখিল গগৈর তাৎক্ষণিক মুক্তি
কেন্দ্ৰ থেকে আসামে বন্যায় সাহায্য, প্ৰয়োজনীয় সামগ্ৰীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণ ও করোনার নামে রাজনীতি বন্ধ করার কথা বলেন।

Latest articles

Related articles