
বাংলাদেশ রেলওয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে আর্থিক সহায়তা বন্ধ করেছে ভারত। দেশটির রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্তের ফলে তিনটি রেল প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও প্রত্যাহারের কারণ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।
সূত্রমতে, বাংলাদেশে সংখ্যাঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হিংসা ও ভারতবিরোধী প্রচারণা বৃদ্ধির প্রেক্ষাপটে এ পদক্ষেপ নিয়েছে নয়া দিল্লি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পাঁচ রেল প্রকল্পে সহায়তার প্রতিশ্রুতি দিলেও বর্তমান পরিস্থিতিতে তিনটি প্রকল্পে সাহায্য প্রত্যাহার করা হয়েছে।
যেসব প্রকল্প ক্ষতিগ্রস্ত:
১. রংপুরের কাউনিয়া থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত মিটার গেজ রেললাইনকে ডুয়াল গেজে উন্নীতকরণ প্রকল্প। ২০১৮ সালে ভারত এতে সহায়তার কথা জানালেও দীর্ঘ সাত বছর ধরে কাজ শুরু হওয়ায় অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২. খুলনা-দর্শনা ডাবল লাইন প্রকল্পটি এখন সম্পূর্ণ বাতিল হয়েছে ভারতীয় সহায়তা না পাওয়ায়।
৩. বগুড়া-সিরাজগঞ্জ ডুয়াল গেজ প্রকল্প থেকেও সরে এসেছে ভারত। তবে বাংলাদেশ এখনও এটিকে আনুষ্ঠানিকভাবে বাতিল করেনি; বিকল্প অর্থায়নের চেষ্টা চলছে।

যেসব প্রকল্পে চলছে ভারতের সহযোগিতা:
ঢাকা-জয়দেবপুর ডুয়াল লাইন ও কুলাউড়া-শাহবাজপুর রেল অবকাঠামো উন্নয়নে পূর্বানুমোদিত অর্থ দেওয়া অব্যাহত রাখবে ভারত। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশিত হয়নি।
বাংলাদেশে রেল যোগাযোগের উন্নয়নে গত কয়েক বছর ধরে ভারতের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা উল্লেখযোগ্য ছিল। তবে সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তাপ কমার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। বাংলাদেশের কিছু মহল থেকে ভারতবিরোধী বক্তব্য ও সাম্প্রদায়িক সংঘাতের ঘটনাকে এর সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যদিও সরকারি স্তরে এ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার বাতিলকৃত প্রকল্পগুলো পুনরুজ্জীবিত করতে অন্যান্য দেশ বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে। রেল পরিকাঠামো উন্নয়নে এই বাধা দেশটির পরিবহন খাতের পরিকল্পনাকে কীভাবে প্রভাবিত করবে, তা এখনও স্পষ্ট নয়।