নির্বাচনী বন্ডের তথ্য মঙ্গলবারেই জমা দিতে হবে: সুপ্রিম কোর্ট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ভারতের সুপ্রিম কোর্ট

নির্বাচনী বন্ড কারা কিনেছে ও কোন রাজনৈতিক দলকে দিয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যেই সেসব তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্ট।

সোমবার সুপ্রীম কোর্ট এক রায়ে জানায়, তথ্য পাওয়ার পর নির্বাচন কমিশন ওয়েবসাইটে ১৫ মার্চের মধ্যে তা তুলবে, যাতে জনগণ সবকিছু জানতে পারে। এ সময় রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) যাবতীয় আপত্তি নস্যাৎ করে আদালত।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি জি বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর সাংবিধানিক বেঞ্চ এ রায় দেন।

উল্লেখ্য, নির্বাচনকে কালোটাকা থেকে মুক্ত করার উদ্দেশ্যে  নির্বাচনী বন্ডপ্রথা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। ১৫ মার্চ সুপ্রিম কোর্ট সেই প্রথা ‘অসাংবিধানিক, গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর ও সংবিধান পরিপন্থী’ বলে রায় দিয়েছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর