ফিলিস্তিনের গাজার রাফাহতে ইসরাইলি হামলার ঘটনায় নেতানিয়াহুকে মানসিক রোগগ্রস্ত ও রক্তচোষা ভ্যাম্পায়ার বলে কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
বুধবার (২৯ মে) আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এরদোয়ান রাফাহ শহরে হামলায় হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশনেরও সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য গত রবিবার রাফাহ শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।