দেশকে “বাঁচাতে” জেলে যেতে পেরে গর্বিত : কেজরিওয়াল

দেশকে “বাঁচাতে” জেলে যেতে পেরে গর্বিত বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিজেকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের সাথে তুলনা করে তিনি বলেন “আমি ভগত সিংয়ের একজন অনুসারী। দেশ বাঁচাতে যদি ১০০ বার জেলে যেতে হয়, আমি যাব।

তিনি বলেন, বিজেপি বলে কেজরিওয়াল দুর্নীতিতে লিপ্ত। তাদের কাছে একটি প্রমাণও নেই। লোকে বলছে কেজরিওয়াল দুর্নীতিবাজ হলে এই পৃথিবীতে কেউ সৎ নয়।

বিজেপির দাবি ১০০ কোটি টাকা চুরি হয়েছে। তারা ৫০০ জায়গায় অভিযান চালিয়েছে, এক পয়সাও পায়নি, সেই ১০০ কোটি টাকা কি হাওয়ায় উধাও হয়ে গেল?  কেজরিওয়াল যে কাজ করছেন, মোদি তা করতে পারবেন না বলেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “আমি পাঞ্জাব এবং দিল্লির মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছি।আমরা ভালো হাসপাতাল, মহল্লা ক্লিনিক বানাই, সব কাজ আমরা করেছি, প্রধানমন্ত্রী করতে পারেন না। তাই তারা কেজরিওয়ালকে জেলে পাঠাতে চায়।

Latest articles

Related articles