সবার জানা উচিত কখন সরে যেতে হবে: শশী থারুর

পরবর্তী লোকসভা নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন কংগ্রেস দলের প্রবীণ এমপি শশী থারুর।

শুক্রবার তিনি বলেন, মানুষের জানা উচিত কখন তরুণদের সুযোগ দিতে সরে যেতে হয়। আমি মনে করি আমার কাজ করেছি। আমি সত্যিকার অর্থে অনুভব করি যে, এক পর্যায়ে আমাদের সবার জানা উচিত কখন তরুণদের এগিয়ে আসার সুযোগ দিতে সরে যেতে হবে।

তিনি বলেছেন, লোকসভা একটি খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমার সংসদীয় আসনের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করেছি। আমি তা করে যাব। কিন্তু জনজীবনের সেবা করার অনেক উপায় আছে। লোকসভায় নির্বাচনে জয়ী হওয়াই একমাত্র উপায় নয়। আমি মনে করি, এখন থেকে পাঁচ বছর পর নির্বাচন হলে আমি নিজেকে আরেকবার লোকসভার প্রার্থী হিসেবে দেখছি না।

Latest articles

Related articles