এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: আসানসোল গির্জা মোড় থেকে মিছিল সহযোগে ইলেকট্রিক অফিস পর্যন্ত বিক্ষোভ দেখায় আসানসোল সিপিএম। এই করোনা পরিস্থিতিতে গোটা দেশ লকডাউনে। ফলে সকলেই কর্ইমহীন।এই পরিস্থিতিতে দৈনন্দিন সংসার চালে যখন টান পড়েছে তখল ইলেকট্রিক বিল তারা দেবে কি করে? তাই সাধারণ মানুষের জন্য ইলেকট্রিক বিল মকুবের দাবি তুলেছে তারা৷
এই দাবীতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে স্মারকলিপি লিপি দেয়। এদিন বিদ্যুৎ দপ্তরের সামনে প্রায় এক ঘন্টা বিক্ষোভ দেখায়, বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি করোনা মহামারির সুযোগ নিয়ে বিদ্যুৎ কর্মীরা ঘরে বসে বসে ইচ্ছামত বিল পাঠাচ্ছে। মিটার রিডিং ছাড়া কেন বিল পাঠানো হচ্ছে তা নিয়ে প্রশ্নও তুলেছে তারা।