হরিয়ানার গুরুগ্রামের দৌলতাবাদ শিল্প এলাকায় গোলা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে।
শনিবার (২২ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই কারখানায় বিশাল বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। ভোররাতের আকাশে ধোয়ার কুণ্ডলী দেখা গেছে।
পরপর কয়েকটা বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল কয়েক কিলোমিটারজুড়ে লোহার শিট ছড়িয়ে পড়েছে। আগুনে আশপাশের কারখানাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকল বাহিনীর কর্মকর্তা রমেশ কুমার বলেন,আমরা কাছাকাছি ফায়ার স্টেশন থেকে আসার সময়ও বিস্ফোরণ ঘটছিল। ফায়ার সার্ভিসের প্রায় ২৪ টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। আগুনে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের সময় কারখানায় ১৫ জনের মতো লোক ছিল। এর মধ্যে কৌশিক, অরুণ, প্রশান্ত ও রাম অবোধ নামে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।