এনবিটিভি ডেস্ক, জ্যোতির্ময় মণ্ডল, পূর্ব বর্ধমান: পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের মামুদপুর ২নং অঞ্চলের মাসডাঙ্গা গ্রামে। ঘটনায় ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পরিবারের অভিযোগ পেশায় কাইগ্রাম হাই স্কুলের পার্শ্ব শিক্ষক, প্রতিবেশী ওই ব্যক্তির কাছে টিউশন পড়ে ওই নাবালিকা। বৃহস্পতিবার সকালে পড়তে গেলে বাইরে জোরে বৃষ্টি পড়ার জন্য অন্য কোন ছাত্র-ছাত্রী পড়তে না আসার সুযোগ নিয়ে তার সাথে অশালীন আচরণ করে বলে অভিযোগ। কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে মেয়েটি তার মাকে সব কথা জানালে থানায় অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। অভিযুক্ত শিক্ষককে গত কালই আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবং ওই শিক্ষকে আজ কালনা আদালতে পাঠানো হল।