পানীয় জলের সমস্যার জন্য বিক্ষোভ রাণীগঞ্জে

এনবিটিভি ডেস্ক: এবার রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বাগান পাড়া এলাকার বাসিন্দারা পানীয় জলের দাবিতে আধঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো। এদিন তারা রাণীগঞ্জ থেকে বল্লভপুর পেপারমিল যাওয়ার রাস্তায় জলের পাত্র রেখে অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি বারংবার তারা পঞ্চায়েত কার্য্যালয়ে অভিযোগ জানানোর পরও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, দীর্ঘ প্রায় দু’মাস ধরে তারা জলকষ্ট ভুগছেন এ বিষয়ে তারা পঞ্চায়েত কার্যালয়ের প্রধান উপপ্রধানকে বারবার জানিয়েছেন বলেও জানান তাদের বক্তব্যে। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি কল থেকে যে জল পড়ে তা পান যোগ্য নয়, আর যে জল তারা পেয়ে থাকে তা পর্যাপ্ত পরিমানে মেলে না। ইদানিং কয়েকদিন হল জলই মিলছে না৷ তাদের এমনই সব অভিযোগ নিয়ে তারা শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পঞ্চায়েতের উপপ্রধান বিক্ষোভকারীদের মাঝে পৌঁছে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Latest articles

Related articles