এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: করোনা আবহে সাময়িক ভাবে অদৃশ্য হতে চলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি।
রাজ্য জুড়ে রাখির বদলে পরানো হচ্ছে মাস্ক। কোভিড মুক্ত করতে পশ্চিম বর্ধমান পুলিশ প্রশাসন মাস্ক বিতরণ করছেন বিভিন্ন জায়গায়।
কিন্তু আসানসোলের মহিলা থানা ধরে রাখলেন এই ঐতিহ্য কে। পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে তবেই মাস্ক পরালেন৷ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কোভিড মুক্তির সংকল্প গ্রহণ করলেন এবং পথ চলতি মানুষকে সঙ্কল্প করালেন। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একজোটে কোভিড যুদ্ধে জেতার আহ্বান জানালেন মহিলা থানার আধিকারিক নাসরিন।
Related articles