কাছাড়ের লায়লাপুর থেকে উদ্ধার বন্যপ্রাণী

এনবিটিভি ডেস্ক,আসাম: হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জের অধীন লায়লাপুর ফরেস্ট সাব-বিট এর কর্মচারীদের দূরদর্শিতায় গতকাল রাত আনুমানিক সাড়ে ১১ টা নাগাদ মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুর ফরেস্ট বিট অফিসের সামনে মিজোরাম থেকে আসা TS 08 UB 1622 নম্বরের বাহনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরণের বন্যাপ্রাণী উদ্ধার করা হয়। বনকর্মীরা বাহনে তল্লাশি চালিয়ে একটি ক্যাঙারু,ছয়টি তোতাপাখি, তিনটি কচ্ছপ ও দুটি বানর উদ্ধার করে বনবিভাগের হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ কার্য্যালয়ে পাঠিয়ে দেয়। ধৃত দুই ট্রাক চালক নরশিমা রেড্ডি এবং নবনাথ টুকারাম ডাইগুড কে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ধৃত দুই ট্রাক চালককে শিলচর সিজেএম কোর্টে প্রেরণ করা হয় হয়েছে বলে জানা গেছে। জেলা বন অধিকর্তা সানিদেও ইন্দ্রদেও চৌধুরীর নির্দেশে হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ অফিসার দিব্যজ্যোতি দেউরী তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিষয়টি রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে জানানো হয়েছে। ওনার নির্দেশ মর্মে বনবিভাগের তরফে উদ্ধার হওয়া বন্যপ্রাণী গুয়াহাটি চিড়িয়াখানাতে পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।

Latest articles

Related articles