এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা: দুর্লভছড়া হইতে ভেটারবন্দ মণিষ্যপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা! সম্পূর্ণ রাস্তা কাদা মাখা এবং পুকুরসম গর্ত, যান-বাহন চলাফেরা সম্পূর্ণরূপে বন্ধ হতে চলছে।
বিগত পাঁচ বৎসর থেকে রাস্তায় কোনো ধরনের কাজ দেখা যায়নি । তাই আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু-র করিমগঞ্জ জেলার ভেটারবন্দ নতুন বাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।এবং ভেটারবন্দ আঞ্চলিক আমসুর কর্মকর্তারা শীঘ্রই রাস্তা সংস্কারের দাবি জানান। অন্যথায় তাঁরা আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে দ্বিধাবোধ করবে না।
সেখানে উপস্থিত ছিলেন-ভেটারবন্দ আঞ্চলিক আমসুর সভাপতি বুরহান উদ্দিন , সাধারণ সম্পাদক বদরুল হোসাইন , সহ সভাপতি কমরুল হক ,জবরুল হোসেন ও ভেটারবন্দ আঞ্চলিক আমসুর উপদেষ্টা আব্দুল্লা সহ প্রমুখ ।