জ্ঞানবাপীর ‘দখল’ মুসলিম পক্ষ ছাড়বে না : ওয়েইসি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ওয়েইসি
কোনও অবস্থাতেই বারাণসীর জ্ঞানবাপীর ‘দখল’ মুসলিম পক্ষ ছাড়বে না বলে জানিয়েছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
এর আগে  ‘‘অযোধ্যার রামমন্দির-বাবরি মসজিদ মামলার মতো পরিণতির দিকেই বারণসীর জ্ঞানবাপী মামলা এগোচ্ছে বলে মন্তব্য করেছিলে এই সাংসদ।

বাবরি মসজিদ ধ্বংসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিপক্ষ যদি আর এক বার ৬ ডিসেম্বর করতে চায়, আমরাও দেখব কী করে হয়। আমরা এক বার প্রতারিত হয়েছি, আর প্রতারিত হব না।’’

উল্লেখ্য, ২৫ জানুয়ারি বারাণসী জেলা আদালতে  জমা দেওয়া এক রিপোর্টে ভারতীয় পুরতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই) কতৃপক্ষ  জানায়, জ্ঞানবাপী মসজিদের কাঠামোর নীচে হিন্দু মন্দিরের অস্তিত্ব’ ছিল। ওই রিপোর্টের ভিত্তিতেই জ্ঞানবাপীতে পূজার্চনা এবং আরতির অনুমতি দেয় বারাণসী জেলা আদালত।
Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর