বারাসাত,১১অক্টোবরঃ
গতকাল শনিবার ‘গ্রীন সিটি মিশন’ প্রকল্প উদ্বোধন হয়েছে। শনিবার সন্ধ্যে ছটায় ধেমোমেন থেকে কুলটির বিধায়ক তথা, এ ডী ডী এর ভাইস চেয়ারম্যান উজ্জল চ্যাটার্জি আনুষ্ঠানিকভাবে পথো বাতী স্তম্ভ গুলোর আলো জ্বালিয়ে গ্রীন সিটি মিশন’ প্রকল্প উদ্বোধন করেন।উদ্বোধনের সময় সূচীর ঠিক আধ ঘণ্টা আগে আসানসোল মিউনীসিপ্যাল কর্পোরেশনেট ডেপুটি মেয়র তাবাসুমআরা বাতিস্তম্ভ গুলিকে আলো জ্বালিয়ে দেন। উদ্বোধনের পর আবার বাতিস্তম্ভ গুলির আলো নিভিয়েও দেওয়া হয় । কুলটির বিধায়ক তথা এ ডী ডী -এর ভাইস চেয়ারম্যান উজ্জল চাটার্জী আলো জ্বালিয়ে, নারকেল ফাটিয়ে, আনুষ্ঠানিকভাবে পথো বাতি স্তম্ভের উদ্বোধন করেন। এই ‘ গ্রীন সিটি মিশন ‘প্রকল্পটির বাজেট ২ কোটি ২২ লাখ টাকা। এই প্রকল্পে ৪০১টি পথে বাতিস্তম্ভ লাগানো হয়। এই পথ বাতি ধেমোমেন থেকে নিয়ামতপুর নিউ রোড, ইস্কোবাইপাস, সোদপুর ও চৌরঙ্গী বাইপাস পর্যন্ত। রাস্তার ধারে ধারে পথ বাতিস্তম্ভ গুলি লাগানো হয়। এই বিষয়ে কুলটির বিধায়ক তথা এ ডী ডী এর ভাইস চেয়ারম্যান উজ্জল চাটার্জী ও আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র তাবাসুমআরা কিছু বক্তব্য শুনে রাখেন। তানারা বলেন-, মানুষের চলার পথে এগিয়ে যাওয়ার জন্য আলো দরকার। জনগন আমাদের নির্বাচিত করেছেন তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য। তাই জনগনের সুবিধাতে আমরা এই প্রকল্পের মাধ্যমে রাস্তায় রাস্তায় আলোর ব্যাবস্থা করেছি। বাঙালীর বড়ো উৎসব দূগাপূজা আসন্ন, এই কথা মাথায় রেখে যাতে কারো রাস্তায় চলতে অসুবিধা না হয় তাই পূজার আগেই ‘গ্রীন সিটি মিশন’ প্রকল্পের কাজ সম্পন্ন করা হল।
বিউরো রিপোর্ট, এনবি টিভি।
Related articles