নদীয়ায় প্রথম ওমিক্রণে আক্রান্তের হদিস কৃষ্ণনগরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

coronavirus-chinese-lab-160420-01

এনবিটিভি, নদীয়া : নদীয়ার কৃষ্ণনগরে ওমিক্রমে আক্রান্ত হলেন নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা জুনিয়র ডাক্তার অনির্বাণ হালদার। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক হিসেবে কর্মরত। সূত্রের খবর,গত ১৯শে জানুয়ারি রবিবার কলকাতার মেডিকেল কলেজের রেপিট টেস্ট করা হয় সেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে। আবার পরের দিনই আর্টিপিশিয়ার করা হয়। একদিন পর রিপোর্ট আসলে পজেটিভ ধরা পড়ে। সেখান থেকে ওই জুনিয়র ডাক্তারকে কৃষ্ণনগর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাড়িতে হোম আইসোলেশন এর জন্য পাঠিয়ে দেওয়া হয়।

পরিবার সূত্রে খবর, ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার মধ্যেই, গত শুক্রবার নদীয়া জেলার স্বাস্থ্য দপ্তর থেকে ফোন আসে, এবং জানানো হয় তিনি ওমিক্রমে আক্রান্ত হয়েছেন। তারপরই নদীয়া জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাকে বেলেঘাটা আইডি হসপিটালে পাঠানো হয়। এর পাশাপাশি ওই ব্যক্তির পরিবারের প্রত্যেককে টেস্ট করানো হয়। সেখানে তার মায়ের নদীয়া জেলার স্বাস্থ্য দপ্তর থেকে পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজিটিভ হওয়ার কারণে তার মাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী কোভিট হসপিটালে। তবে তার বাবা রিপোর্ট নেগেটিভ আসে। তবে নদীয়া জেলায় প্রথম ওমিক্রমে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা কৃষ্ণনগর শহর সহ গোটা নদীয়া জেলায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর