হাইলাকান্দির নিশ্চিন্তপুর ও লক্ষীনগর এলাকার প্রধান সড়ক বেহাল ক্ষোভ প্রকাশ যুব সমাজের

এনবিটিভি ডেস্ক: হাইলাকান্দির নিশ্চিন্তপুর ও লক্ষীনগর এলাকার প্রধান সড়ক নয়াসড়ক নামে পরিচিত রাস্তার বেহাল অবস্থা৷ বাধ্য হয়ে প্রতিবাদী কন্ঠে গ্রামাঞ্চলের যুবকরা বলে কিছুদিনের মধ্যে যদি উন্নয়ন না হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবে৷ গ্রামবাসীরা ও যুবকদের কড়া হুঁশিয়ারি এবারের ইলেকশন বয়কট হবে এলাকায় |

বেহাল রাস্তার জন্য অসুবিধা হয় সাধারণ জনজীবনে৷ গ্রামের কোন মানুষ যদি অসুস্থ হন তাহলে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো হবে প্রায় অসম্ভব | তাই গ্রামের মানুষেরা এবার সিদ্ধান্ত নিয়েছেন যে করোনা মহামারী শান্ত হলে আলোচনার মাধ্যমে সবাই একত্রিত হয়ে এলাকায় বন্ধ করা হবে ইলেকশন | অনেকদিন ধরে নানান রাজনীতিবিদদের মিথ্যা প্রতিশ্রুতির শিকার গ্রামাঞ্চলের সাধারণ মানুষ | সরকার থেকে টাকা আসলেও প্রপার কোন কাজ হচ্ছে না , দু-একটি স্থানে কাজ হলেও মধ্যবর্তী বেহাল রাস্তা অনেকদিন ধরে আজও বেহাল হয়ে পড়ে রয়েছে।

Latest articles

Related articles