হোম আইসোলশনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ!

এনবিটিভি ডেস্ক, মোজাফ্ফার আহমেদ:
গত শনিবার থেকে বিজেপির রাজ্য স্তরে বৈঠক চলছে। এই বৈঠক চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু গত বৈঠকে দেখা গেল না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কিছুদিন আগে তার গাড়ি চালকের করোনার উপসর্গ দেখায় পরীক্ষা করানো হয়। তারপরই ঐ গাড়ির চালক ও এরই সঙ্গে কেন্দ্রীয় দেহরক্ষী করোনায় আক্রান্ত হয়। তারপর দিলীপ ঘোষ দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে বিরত রাখেন। দলের আগামী বৈঠক গুলোতেও তিনি থাকতে পারবেন না বলে জানান। তিনি এখন হোম আইসোলশনে রয়েছেন।

Latest articles

Related articles