এক টাকায় গরম চা! ২০ বছর ধরে বিক্রি করছেন কল্যাণীর এক চা দোকানি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

কল্যাণীর চা দোকানী।
কল্যাণীর চা দোকানী।

এনবিটিভি , কল্যাণীঃ  এক কাপ গরম চা ,তাও আবার মাত্র এক টাকা! পরিমাণেও কম নয়, কুড়ি বছর ধরে একই দামে বিক্রি করে তাক লাগাচ্ছেন এক মাস বয়সী মহিলা চা বিক্রেতা।

দুর্মূল্যের বাজারে এক টাকায় চা বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন কল্যাণী বিদ্যাসাগর কলোনির এক চা দোকানি । এই দুর্মূল্যের বাজারে ঘটনাটি অবিশ্বাস মনে হলেও বিশ্বাস না করে উপায় নেই। এই চা দোকানি দীর্ঘ ২০ বছর যাবত এক টাকায় চা বিক্রি করে আসছেন। এমনটাই  দাবি করেছেন তাঁর দোকানে চা খেতে আসা খদ্দেররা।

স্থানীয় সূত্র ও চা দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর গুরুর নির্দেশমতো তিনি এ ভাবে চা বিক্রি করছেন।পরিবারে রয়েছে তাঁর দুই মেয়ে আর স্বামী। এভাবেই সততার সঙ্গে এক টাকায় চা বিক্রি করে দিন গুজরান করছেন এই চা দোকানি।রাস্তার ধারে টালির কুঁড়েঘরে বসে ধোঁয়া উড়িয়ে প্রতিদিন তাঁকে চা বিক্রি করতে দেখা যায় বিদ্যাসাগর কলোনির এক কোণে। দারিদ্র্য তাঁর নিত্যসঙ্গী। কিন্তু তাতে কি আসে যায়।

তাঁর সঙ্গে কথা বলে জানা গেছে, ‘হে দারিদ্র্য তুমি করিয়াছো মোরে মহান’, এভাবেই তিনি জীবনের পথ হাঁটছেন। একদিকে যখন সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে, তখন এক টাকায় চা বিক্রি করে এই গরিব চা দোকানি দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক আদর্শ জীবন হিসেবে। এমনটাই মনে করেন সাধারণ মানুষ। তাই সকাল হতে না হতেই দূর-দূরান্ত থেকে সকলে এসে ভিড় জমায় এই চা দোকানির এক টাকার চায়ে চুমুক দিতে।

আগামী দিনেও যতদূর সম্ভব এই মূল্য তাই তিনি চা বিক্রি করবে বলে জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই এই কঠিন পরিস্থিতিতে একটাকার ধরে চাপে খুশি চা প্রেমীরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর