বিরোধী দলীয় জোটের নাম ‘ইন্ডিয়া’ আমারই দেওয়া। আমরা জোট গঠন করায় মোদী বাবু সংবিধান থেকে ইন্ডিয়া নামটাই তুলে দিলেন। আর আগামী দিনে তার দল ক্ষমতায় গেলে দেশের সংবিধানটাই থাকবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
শনিবার (১৮ মে) পশ্চিমবঙ্গের আরামবাগ আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগের সমর্থনে কামারপুকুরের জনসভায় তিনি বলেন, বাংলায় কিন্তু কোনো জোট নেই। কংগ্রেস, সিপিএম, বিজেপির মহাজোট আছে। আর আমরা আছি ইন্ডিয়া জোটে। এই জোট ক্ষমতায় এলেই ইনকাম ট্যাক্স, সিবিআই ও ইডি’র মতো কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে যে অত্যাচার হচ্ছে, তা বন্ধ করা হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে ও আমরা যদি এই জোটকে ক্ষমতায় আনতে পারি, তাহলে আমরা এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো। আমরা ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআইয়ের অত্যাচার বন্ধ করে দেবো ও ১০০ দিনের কাজ থেকে শুরু করে সবাইকে পাকা বাড়ি করে দেবো।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি এরই মধ্যে হেরে বসে আছে। এখন গায়ের জোরে বলছে, এবার ৪০০ আসনে জিতবে তারা। পরে আবার বলেছে, এতো হবে না। আসলে এবার বিজেপি দুইশও পার করতে পারবে না।
‘এবার এপাশ-ওপাশ ধপাশ হবে। মোদী এবার আসবেন না। সংবিধান ভেঙে দেওয়া, মানুষের উপর অত্যাচার, ধর্মীয় বিভেদ সৃষ্টি করায় এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না। তাই এবার ইন্ডিয়া জোটের সরকারই কেন্দ্রের ক্ষমতায় আসছে।’