বিরোধী ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে পাঁচ বছরে পাঁচ জন প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার বিহারের পাটনার পাটালিপুত্র আসনে নির্বাচনি জনসভায় তিনি বলেন, মুসলিমদের তুষ্ট করতে ইন্ডিয়া জোট ‘মুজরো’ (নাচ) করতেও পিছপা নয়।
মোদি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন গান্ধী পরিবারের ছেলে (রাহুল গান্ধী), সমাজবাদী পরিবারের ছেলে (অখিলেশ যাদব), ন্যশনাল কনফারেন্স পরিবারের ছেলে (ওমর আবদুল্লা), এনসিপি পরিবারের কন্যা (সুপ্রিয়া সুলে), তৃণমূল পরিবারের ভাইপো (অভিষেক ব্যানার্জি) আম আদমি পার্টির স্ত্রী (সুনীতা কেজরিওয়াল), নকল শিবসেনা পরিবারের ছেলে (আদিত্য ঠাকুর) এবং সব শেষে আরজেডি পরিবারের ছেলে-মেয়েরা (তেজস্বী যাদব ও তার দিদিরা)।
তিনি বলেন, বিরোধীরা তপশিলি জাতি, জনজাতি এবং ওবিসিদের অধিকার ছিনিয়ে নিয়ে তা মুসলিমদের হাতে তুলে দিতে চাইছে। কিন্তু আমি ইন্ডিয়া-র পরিকল্পনাকে বাস্তবায়িত করতে দেব না। বিরোধী জোট ইন্ডিয়া ওদের গোলাম হয়ে ভোটব্যাংককে তুষ্ট করার জন্য মুজরো পর্যন্ত করতে পারে। বিহারের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে বলতে গিয়ে লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বীর সমালোচনায় ফের মুজরো প্রসঙ্গ টেনে আনেন মোদি।
তিনি বলেন, তেলাঙ্গানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গের নেতারা বিহারের শ্রমিকদের নিয়ে বিরূপ মন্তব্য করা সত্ত্বেও আরজেডি নেতারা নিজেদের প্রতীক চিহ্ন লণ্ঠন নিয়ে মুজরো করে যাচ্ছেন, প্রতিবাদে একটি কথা বলার সাহস নেই।