দেশের বিচার ব্যবস্থায় ভরসা থাকছেনা; বাবরি মসজিদ রায়ে মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী

নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। কিন্তু সেই রাম মন্দির যারা ভেঙেছিল তাদের বিচার হলো পরে। বাবরি মসজিদ ভাঙার অপরাধে বিজেপি শীর্ষস্থানীয় কিছু নেতারা জড়িত ছিল। গতকাল তার ফায়সালা হয়, সেখানে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়।

এই প্রসঙ্গে দেশের বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ‌।

অধীর রঞ্জন চৌধুরীর ফেসবুক পোস্ট

তিনি বলেন,”সারা পৃথিবীর মানুষ চোখের সামনে দেখলো বাবরি মসজিদ ধ্বংস করা হলো। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে! দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা থাকছে না, এটা গণতান্ত্রিক ও ধর্মনিরপক্ষ রাষ্ট্রের জন্য অশনিসংকেত। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার-ব্যবস্থা, যারা মুক্তি পেল তারা নিজেরা গর্বিত। বিচারের বাণী ঠিক মতো ধ্বনিত না হলে আজ বাবরি মসজিদ ভাঙছে, কাল আমাদের মাথা ভাঙবে। হয়তো দেখবো আরও একজন বিচারপতি রাজ্যসভার এমপি হচ্ছে।”

Latest articles

Related articles