এনবিটিভি ডেস্ক, আসানসোল: কৃষিবিলের এর সমর্থনে কৃষকদের সুবিধার্থে পশ্চিম বর্ধমান আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে এক পদযাত্রা আয়োজন করা হয়৷ পদযাত্রায় উপস্থিত ছিলেন ভাটপাড়া সংসদ অর্জুন সিং, জেলা প্রেসিডেন্ট লক্ষণ ঘড়ুই সহ বিজেপি কর্মীরা৷ আসানসোল রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু করে জি টি রোড হয়ে আসানসোল রবীন্দ্র ভবনের নিকট গিয়ে এই পদযাত্রা শেষ করা হয়৷