এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা: কালিয়াচক – ২ পঞ্চায়েত সমিতির তরফ একের পর এক কংক্রিট ঢালাই রাস্তা শিলান্যাস বা উদ্বোধন করে চলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস।
আজ বাঙ্গিটোলা অঞ্চলের সাদিপুর কবিরাজ টোলা গ্রামের একটি কংক্রিট ঢালাই রাস্তার উদ্বোধন করলেন। দীর্ঘদিন থেকে এ রাস্তা খুবই খারাপ ছিল , এরই ফলে এলাকাবাসীর বিশেষ চাহিদা পূরণ হলো। কবিরাজ টোলার মানুষ তাদের দাবি মতো এ কংক্রিট ঢালাই রাস্তা পেয়ে খুশি হয়েছে।
১৬ লক্ষ টাকা ব্যয়ে এই কংক্রিটের রাস্তাটি তৈরি করা হচ্ছে বলে সভাপতি জানান । এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন বাঙ্গি টোলা অঞ্চলের প্রধান রাজু , পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ মীরা বিবি, কৃষি কর্মদক্ষ মোহাম্মদ আলমগীর চিশতী (টকি) প্রমুখ৷