ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে উন্মুখ ভারত: মোদী

ইসরায়েলের সঙ্গে ভারত সম্পর্ক আরও জোরদার করতে উন্মুখ বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী বিজয়ে অভিনন্দন জানানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট দেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) অভিনন্দন জানাতে মোদীর সঙ্গে ফোনকলে কথা বলেন নেতানিয়াহু।
মোদী লেখেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলে আমি আনন্দিত। ভারতের জনগণের প্রতি তার উষ্ণ অভিনন্দন ও সম্মানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য উন্মুক হয়ে আছি।

অতীতে ভারত ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করেছে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানালেও বর্তমানে ভারতের সাথে ইসরায়েলের সুসম্পর্ক রয়েছে। মোদী সরকার এখন ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত।

Latest articles

Related articles