এনবিটিভি ডেস্ক: বিভিন্ন ব্যক্তির কাছে সুদের উপর টাকা ধার নিয়ে পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। শনিবার গভীর রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হলো সামসেরগঞ্জ থানার ধূলিয়ান পুরসভার দক্ষিণ হিজলতলা ১৪ নম্বর গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম সারিকুল শেখ(৪২)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠায়।