ফিলিস্তিনে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২০ মে) হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘গাজায় গণহত্যা চালাচ্ছে না ইসরায়েল। আমরা এমন অভিযোগ অস্বীকার করি।’
তিনি বলেন, ‘হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের অন্যান্য কসাইদের বের করে আনতে ইসরায়েলের পাশে রয়েছি আমরা। আমরা হামাসের হার দেখতে চাই। এ নিয়ে ইসরায়েলের সঙ্গে আমরা কাজ করছি।’
হোয়াইট হাউজের ওই অনুষ্ঠানে যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি গ্রেপ্তারি পরোয়ানার বিরোধিতা করেছেন বাইডেন।