এনবিটিভি ডেস্ক, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান: মন্তেস্বর ব্লকে শুশুনিয়া
অঞ্চলের তুল্ল্যা গ্রামে সিপিএম, ফরওয়ার্ড ব্লক ও তৃণমূল কংগ্রেস থেকে প্রায় শতাধিক কর্মী আজ বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌগত দের হাত ধরে এই কর্মীরা বিজেপিতে যোগদান করে। প্রায় পঞ্চাশ টি পরিবারের মানুষজন এদিন বিজেপিতে যোগদান করে বলে বিজেপি নেতৃত্বের দাবি। সিপিএম, ফরওয়ার্ডব্লক ও তৃণমূল কংগ্রেস থেকে আসা প্রায় শতাধিক কর্মী বিজেপিতে যোগদান কারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বর্ধমান জেলার বিজেপি সাধারন সম্পাদক সৌগত দে। বিজেপির এই অনুষ্ঠান টি হয় তুল্লা গ্রামের নতুন কালী তলায় দীঘির মাঠে। শুশুনিয়া অঞ্চলের যুব তৃণমূল নেতা তন্ময় ব্যানার্জি আমাদের ফোন করে জানান, বিজেপির দাবি ভিত্তিহীন। যারা যোগদান করেছে তাদের কেউই তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন যুক্ত ছিল না বলে দাবি তার।
Related articles