স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জামিনের মেয়াদ সাত দিন বাড়ানোর জন্য আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এর আগে দেড় মাসেরও বেশি সময় জেলে থাকার পর ২ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান তিনি।
সুপ্রিম কোর্টের গত ১০ মে তাকে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ার জন্য তাকে জামিন দেন আদালত।
দিল্লি সরকারের ২০২১-২২ এর আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সময় দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল ও তার রাজনৈতিক দল আম আদমি পার্টির একাধিক নেতার বিরুদ্ধে। এই নীতি পরবর্তীতে বাতিল করা হয়।