ইন্ডিয়া জোট ছাড়লো কেজরিওয়ালের দল এএপি

দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে না থাকার ঘোষণা দিয়েছে আম আদমি পার্টি (এএপি)।

‘ইন্ডিয়া’ জোট কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বিধানসভা নির্বাচনে এএপি একাই লড়াই করবে বলে জানিয়েছে কেজরিওয়ালের দল।

অরবিন্দ কেজরিওয়ালের দল জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণারপর বৃহস্পতিবারকেজরিওয়ালের বাড়িতে বৈঠক করেন আপের বিধায়ক ও শীর্ষস্থানীয় নেতারা। এরপরই মন্ত্রী গোপাল রাই  জানান, বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোটে থাকতে চান না। একাই লড়তে চান।

গোপাল বলেন, ‘লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপিবিরোধী ইন্ডিয়া জোট গড়ে তোলা হয়েছিল। এএপিও তার অন্যতম অংশ ছিল। কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনো জোটে নেই।

তিনি বলেন, আমাদের নেতা জেলে। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। কেজরির গ্রেপ্তারিতে দলের কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ। তবে তা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থেকেছি। দিল্লিতে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান অনেক কমেছে।

Latest articles

Related articles