বিজেপির প্রবীণ ও বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানিকে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতেই থাকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালের জেরিয়াট্রিক বিভাগের বিশেষজ্ঞদের অধীনে তার চিকিৎসা চলছে। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন বলে জানিয়েছে পরিবার।
১৯২৭ সালের ৮ নভেম্বর করাচিতে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আদভানি। ১৯৪২ সালে তিনি স্বয়ংসেবক হিসাবে আরএসএস-এ যোগদান করেন। একাধিক দফায় বিজেপির সভাপতি ছিলেন প্রবীণ এই নেতা।