এনবিটিভি ডেস্ক,কাছাড়: হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ পরকালে পাড়ি দিলেন পাঁচগ্ৰাম কাছাড় পেপার মিলের কর্মী গৌতম সরকার। বয়স হয়েছিল ৫৮ বৎসর। রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন। জানা গেছে, রবিবার দুপুর ১টায় হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন, তার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পারিবারিক সূত্রে জানা গেছে,দীর্ঘ দিন থেকে বেতন নেই গৌতমবাবুর। কারণ সরকার কাছাড় পেপার মিলের কর্মীদের বেতন দিচ্ছে না। গৌতমবাবু অনেক দিন ধরে বেতন না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছিলেন। শুধু গৌতম বাবু নয় এই দুশ্চিন্তায় এখন অবধি অনেক কর্মীদের মৃত্যু হয়েছে। এমনকি অর্থের অভাবে বিনা চিকিৎসায়ও মৃত্যুবরণ করছেন অনেকেই।
গৌতম বাবু তাঁর পরিবারের সাথে ১৯৮৬ সাল থেকে অস্থায়ীভাবে বসবাস করে আসছেন পাঁচগ্ৰাম নিউ টাউনশিপ কোয়ার্টারে। কিন্তু তিনি মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের দমদমের বাসিন্দা। সেখানেই তার ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়েছে।