গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া মানে রাজনীতি ছেড়ে দেওয়া নয়, মন্তব্য বিজেপি বিধায়কের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

f9ab730eb13fc1cfcaf72c85cfd51583

বিজেপির গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে মিডিয়া যেভাবে রাজনৈতিক রঙ লাগাচ্ছে মোটেও সেটা ঠিক নয়। এদিন গ্রুপ থেকে বের হওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপির কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়ের। উল্লেখ্য বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন হওয়ার পরেই রাজ্য কমিটির গ্রুপ থেকে বেরিয়ে যায় মোট ৫ জন বিধায়ক। তাদের মধ্যে রয়েছে নদীয়ার ৩ বিধায়ক। এদিন গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই প্রসঙ্গে কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা গ্রুপ থেকে বেরিয়েছি বলে এই নয় যে রাজনীতি ছেড়ে দিচ্ছি। মিডিয়া সহ অন্যান্যরা যেভাবে এটা কে ভুল প্রচার করছে সেটা মোটেও ঠিক নয়।

দলীয় সূত্রে খবর, যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান যেভাবে প্রাসঙ্গিক ভূমিকা পালন করেছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনমতে নেতৃত্বকে রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়নি। সেই কারণেই তারা গ্রুপ থেকে বেরিয়ে গেছেন। যদিও এই বিতর্কিত বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপি বিধায়ক। শনিবার বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার নতুন সভাপতির নামের তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকা প্রকাশের পর এই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজেদের সরিয়ে নেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পাঁচজন বিধায়ক। তাঁরা হলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কৃত্তনীয়া ,গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ও কল্যাণের বিধায়ক অম্বিকা রায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর