লকডাউন অমান্য করলেই কান ধরে উঠবস করাবে কাশিপুর থানা

এনবিটিভি নিউজ ডেস্ক, ২৫ জুলাই: লকডাউন অমান্য করলেই কান ধরে উঠবস করাচ্ছে কাশিপুর থানা। শনিবার নিয়ে এমন কড়া মনোভাব দেখা গেল কাশিপুর থানার পুলিশের। সনপুর পোলেরহাট শ্যামনগর সর্বত্রই কড়া প্রহরা পুলিশের। বিনা কারণে রাস্তায় বের হলেই তাদেরকে শাস্তি দিচ্ছে পুলিশ।পুলিশের এমন ভূমিকায় সাধুবাদ জানিয়েছে সভ্য নাগরিক সমাজ। কাশীপুরের কোথাও হাট বাজার দোকান বসেনি এদিন।

Latest articles

Related articles