এনবিটিভি, ওয়েব ডেস্ক: “এনডিএ ও ইন্ডিয়া দুজনেই দলিত বিরোধী, তাই আলাদা লড়বো” জোট নিয়ে স্পষ্ট জানালেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তিনি বলেন, “কংগ্রেস নিজেদের মতো পুঁজিবাদী, এবং জাতি বিদ্বেষী দলের জোট গড়ছে শুধুই ক্ষমতা দখলের জন্য। আবার বিজেপিও এনডিএ-কে শক্তিশালী করছে। কিন্তু ওরা দলিত এবং মুসলিম বিরোধী।”
তিনি আরো বলেন, “আমাদের দল এই দুই শিবিরের থেকেই সমদুরত্ব বজায় রাখবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানার মতো রাজ্যে একাই লড়বে আমাদের দল। তবে পাঞ্জাব, হরিয়ানার মতো কিছু রাজ্যে স্থানীয় দলগুলির সঙ্গে জোট করবো আমরা।”
তবে আসাদউদ্দিন ওয়েইসির এমিমের সঙ্গে তাঁর জোটের একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানায়।