এনবিটিভি, ওয়েব ডেস্ক: মনিপুরের শরণার্থীদের মানবিকতার খাতিরে আশ্রয় দিয়েছেন ঠিকই, কিন্তু তাতে আর্থিক চাপে পড়েছে মিজোরাম সরকার। এই ভিত্তিতে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে জোরামথাঙ্গার সরকার। যদিও মে-জুন মাসে এই নিয়ে অন্তত তিনটি চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তবে, মিজোরামের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ওই টাকা দেয়নি কেন্দ্র। কেন্দ্র সরকার তাদেরকে ‘আনঅফিসিয়ালি’ জানিয়েছে যে যেহেতু ভারত জাতিসংঘের শরণার্থী কনভেনশন ১৯৫১ এবং এর ১৯৬৭ প্রোটোকলের পক্ষ নয়, তাই অবিলম্বে সহায়তা আশা করা উচিত নয়। এই ক্ষেত্রে জাতিসংঘের যে নীতি আছে তাও জানানো হয়েছে।
চিঠিতে মিজোরামের মুখ্যমন্ত্রী এই বিষয়ে ‘ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ’ করার জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যকে এই ক্ষেত্রে ত্রাণকাজে সাহায্য করার জন্য কেন্দ্রের কাছে অর্থ সাহায্য চেয়েছেন তিনি।