আগামীকাল সপ্তম দফার ভোটের আগে দুদিন ধ্যানমগ্ন হওয়ার কথা জনিয়েছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কন্যাকুমারীর বিবেকানন্দ শিলায় যোগে বসবেন তিনি।
এর আগের দুইলোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফর করেছিলেন মোদী। ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ।
জানা যায়, স্বামী বিবেকানন্দ মূল ভূখণ্ডের অদূরে যে শিলার ওপর বসে ধ্যান করেছিলেন, সেই ‘ধ্যানমণ্ডপম’-এ বসে ধ্যান করতে পারেন মোদি।
উল্লেখ্য, পহেলা জুন আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ ঐ দিন। ঐ দফাতেই ভোট রয়েছে মোদির কেন্দ্র বেনারসে। ৪ জুন ভোট গণনা। শেষ দফার ভোটের জন্য প্রচার শেষ হবে ৩০ মে।