মোদির কণ্ঠে এখন জোটের জয়গান

সরকার চালাতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালাতে দরকার ঐকমত্য। সবার সম্মতি। এনডিএ সেটাই করে দেখাচ্ছে। জোটবদ্ধতার ক্ষেত্রে এনডিএর মতো সাফল্য অন্য কারও নেই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার পুরোনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে মোদি বলেন, ‘এই জোট ক্ষমতার জন্য একত্র হওয়া দলগুলোর জোট নয়, এটা একটা সহজাত জোট। অটল বিহারি বাজপেয়ী, প্রকাশ সিং বাদল, বালাসাহেব ঠাকরে, জর্জ ফার্নান্দেজ, শরদ যাদবেরা এই জোটের বীজ বুনেছিলেন। আজ তা মহিরুহ।’

মোদি বলেন, ‘দেশবাসী ও আপনারা যে দায়িত্ব আমায় দিয়েছেন, তা পালন করা আমার কর্তব্য।এনডিএর আদর্শ ও নীতি হলো “সর্বপন্থা সমভাব”; অর্থাৎ সবাই সমান। আমরা সেই নীতিতে বিশ্বাস রেখে চলেছি। আগামী দিনেও এগিয়ে যাব।’

তিনি বলেন, বিরোধীরা শুরু থেকেই বোঝাতে চেয়েছে, এনডিএ জেতেনি। এই জয় হারের শামিল। তাদের সেই চেষ্টা বৃথা গেছে। সত্য হলো, গত ১০ বছরেও কংগ্রেস তার আসনসংখ্যা ১০০তে নিয়ে যেতে পারেনি। মোদি বলেন, বিজেপি এবার যত আসন পেয়েছে, গত তিনটি লোকসভা ভোট মিলিয়েও কংগ্রেস তা ছুঁতে পারেনি।

কংগ্রেসের উদ্দেশে তিনি বলেন, ‘বিরোধীদের ভাবখানা এমন, যেন আমরা (এনডিএ) হেরে গেছি। অথচ আমরা কখনো হারিনি। এবারেও নয়। যে কোনো শিশুকে জিজ্ঞেস করুন, কারা এত দিন ক্ষমতায় ছিল? দেখবেন উত্তর দেবে, এনডিএ সরকার। জানতে চান, কারা ২০২৪ সালে সরকার গড়বে? উত্তর পাবেন, এনডিএ। অতীতেও এনডিএরই সরকার ছিল, ভবিষ্যতেও তাদেরই থাকবে।’

Latest articles

Related articles