দিন দুপুরে টাকা ছিনতাই শিলচর শ্মশান রোডে

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): দিন দুপুরে ২ লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটলর শিলচর শ্মশান রোডে। শিলচর স্টেট ব্যাঙ্ক থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকা তুলে বাইকে ফেরার সময় পেছন দিক থেকে আরেকটি বাইকে করে দুষ্কৃতীরা ব্যাগ টেনে নিয়ে যায়। মালুগ্রামের সোমনাথ দাস টাকা তুলে বাড়িতে ফেরার পথে তাঁর সাথে থাকা আরোহীকে শ্মশান রোডে নামিয়ে দেওয়ার জন্য বাইকের গতি কমালে ঠিক তখনই পেছন দিক থেকে বাইক নিয়ে আসা দুই দুষ্কৃতী তাঁর কাধ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পেছন দিক থেকে সোমনাথ ধাওয়া করলে ও ছিনতাইকারীকে ধরা সম্ভব হয় নি। ছিনতাইকারী দুই যুবকের হেলমেট পরা থাকায় এবং মাক্স পরা থাকায় তাদের চেহারা শনাক্ত করা সম্ভব হয় নি। এভাবে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটায় এলাকা জুড়ে আতংকের সৃষ্টি হয়েছে । এর আগে ও এমন ঘটনা আরও ঘটেছে শহরে।

Latest articles

Related articles