মন্তেস্বরে দ্বিতীয়দিন লকডাউনে রাস্তাঘাট জনমানুষ শূন্য

জ্যোতির্ময় মন্ডল, এনবিটিভি নিউজ ডেস্ক, পূর্ব বর্ধমান, ২৫ জুলাই: রাজ্যে অন্য জাগার মতো মন্তেস্বর ব্লকেও আজ সপ্তাহে দ্বিতীয় দ্বিতীয় দিন লক ডাউন।এই দ্বিতীয় দিনের লক ডাউনের জন্য মন্তেস্বর ব্লকে বিভিন্ন বাজারে রাস্তা ঘাট জন মানুষ শূন্য। যানবাহন সব বন্ধ।ওষুধের দোকান, ছাড়া সব দোকান বাজার সব বন্ধ।
মন্তেস্বর ব্লকে গুরুত্বপূর্ণ বাজার গুলির মন্তেস্বর বাজার, কুসুমগ্রাম বাজার গুলির ছবি তুলে ধরা হয়।

Latest articles

Related articles