মন্তেস্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও মামুদপুর 1নম্বর অঞ্চলের পক্ষ থেকে রাখী উৎসব পালন

জ্যোতির্ময় মন্ডল, এনবিটিভি,পূর্ব বর্ধমান : আজ সকাল 10 টায় মন্তেস্বর ব্লকের মামুদপুর-১ নম্বর অঞ্চলে রায় গ্রাম বাজারে মন্তেস্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও মামুদপুর-১ নম্বর অঞ্চলের পক্ষ থেকে রাখী উৎসব পালন। উপস্থিত
ছিলেন মন্তেস্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আজিজুল শেখ,অঞ্চল প্রধান পারভীন মন্ডল এবং আরও অনেকে।

Latest articles

Related articles