এনডিটিভি ডেস্ক : ভারতের প্রাক্তন পদকজয়ী আথলেটিক ইকবাল সিং কে আমেরিকার পুলিশ গ্রেফতার করল স্ত্রী ও নিজের মাকে খুনের দায়ে। তার বিরুদ্ধে প্রথম ও তৃতীয় ডিগ্রির খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রের খবর গত রবিবার পুলিশ কে নিজেই ফোন করে জানান ৬২বছরের এই খেলোয়াড়। বর্তমানে তিনি আমেরিকার বাসিন্দা। সেখানকার নিউটাউন টাউনশীপে ইকবালের বাড়ি গিয়ে পুলিশ দেখে রক্তাক্ত অবস্থায় আহত ইকবাল পড়ে আছে এবং ঘরের মধ্যে দুই মহিলার মৃতদেহ।
ইকবাল শট পুটারে ১৯৮৩ সালে এশিয়ার অথলেটিক চ্যাম্পিয়ন্স শিপে ব্রোঞ্জ জিতেছিলেন। তারপরই অবসর নিয়ে চলে যান আমেরিকায়।
কেন তিনি নিজের মাকে এবং স্ত্রীকে খুন করলেন এনিয়ে এখনও কোনো তথ্য জানা যায় নি। পুলিশ তদন্ত করছে। হঠাৎ তার এই অপরাধ করা এবং নিজের মাকেই হত্যা করার পিছনে কি রহস্য সেই প্রশ্নই খুঁজছে তদন্তকারী অফিসাররা।