মাদার টেরিজার জন্মদিনে আশা কর্মীদের সংবর্ধনা

এনবিটিভি ডেস্ক,জুলফিক্কার আলী: বিশ্ব জননী মাদার টেরিজার শুভ জন্মদিবস উপলক্ষে আজ ২৬শে আগস্ট দেউলিয়া বাজারে পুলসিটা অঞ্চল সার্কেলের আশা দিদিদের জীবন বাজি রেখে করোনা যুদ্ধে অংশগ্রহণ করার সন্মান হিসেবে স্বাস্থ্য সেবা সন্মান প্রদান করা হলো ও পুরস্কৃত করা হলো…৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজ কুমার কুন্ডু , কোলাঘাট থানার মেজ বাবু সম্মানীয় শংকর রায় মহাশয়, ওই এলাকার পঞ্চায়েত প্রতিনিধি পঙ্কজ জানা মহাশয় ও পুলসিটা অঞ্চলের সকল আশা দিদিরা এবং কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিএমওএইচ এর পক্ষ থেকে প্রতিনিধি৷

Latest articles

Related articles