মুকুল রায়ের তৃণমূলে ফিরে আসার খবর ভুঁয়ো,এনবিটিভিকে ফোনে জানালেন বিস্তারিত

এনবিটিভি,মুহাম্মাদ আল মামুন, ২৬ জুলাই: ইদানীং সোস্যাল মিডিয়াজুড়ে খবর রটছিল প্রাক্তন তৃণমূল হেভিওয়েট নেতা বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে ফিরে আসছেন। একুশের বিধানসভার নির্বাচন সামনে রেখে হয়তোবা তিনি এই সিদ্ধান্তই নিচ্ছেন বলে অনেকেই হয়ত তাইই ভেবেছিল।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি পরিষ্কার করলেন এনবিটিভির সাথে যোগাযোগ করে। এদিন এনিবিটিভির কর্ণধার সাকিরুল ইসলাম ফোন মারফত তার তৃণমূলে ফিরে আসার ব্যাপারে সোস্যাল মিডিয়াজুড়ে জল্পনার বিষয়টি নিয়ে বিজেপির মুকুল রায়কে ফোন করে জানতে চান। প্রতুত্তরে তিনি জানান, “যে সমস্ত মিডিয়া টাকা খেয়েছে একমাত্র তারাই এসব মিথ্যাচার করবে। আমার তৃণমূলে যাওয়ার খবর পুরোই ভুঁয়ো “।

Latest articles

Related articles