মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রয়াত বন ও ভূমি কর্মাধ্যক্ষের স্মরণসভা অনুষ্ঠিত হলো মাড়গ্রাম হাই মাদ্রাসা সভা কক্ষে

এনবিটিভি ডেস্ক, রাজেন্দ্র নাথ দত্ত,মুর্শিদাবাদ : রবিবার সকালে খড়গ্রাম ব্লকের মাড়গ্রাম হাই মাদ্রাসা প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হলো প্রয়াত মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস উত্তর সভাপতি মফিজউদ্দিন মণ্ডলের ৷

গত ১৩ ই আগস্ট বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর মাতৃসদন কোভিড হাসপাতালে মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৮ বছর ৷ স্মরণসভা অনুষ্ঠানে খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত, খড়গ্রাম ব্লক দক্ষিণ সভাপতি সমরেন্দ্রনাথ সাহা, কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মণ্ডল ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি ,খড়গ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ,খড়গ্রাম ব্লকের বারোটা গ্রামপঞ্চায়েতের প্রধান, বারোটা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, বারোটা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও মাড়গ্রাম অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন বলে জানান স্মরণসভা অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ত্রিভঙ্গ মণ্ডল ও এসির মণ্ডল।

Latest articles

Related articles