ভোটের আগেই চালু হলো নাগরিকত্ব আইন। লোকসভার ভোটের আগে এই আইন চালু করায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছে বিরোধীরা। মুসলমান সম্প্রদায়ও এই আইন নিয়ে উদ্বেগে রয়েছে।
এ অবস্থায় দেশের ১৮ কোটি মুসলিম নাগরিকের উপর এই আইনের কোনও প্রভাব পড়বে না বলে বিবৃতি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এর আগে ২০১৯ সালে সংসদে বিলটি পাশ হলেও কার্যকর হতে সময় লাগল ৪ বছর।
২০২০ সালে আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপর সাতবার বিধি তৈরির মেয়াদ বাড়ানো হয়। অবশেষে জারি হল বিজ্ঞপ্তি।