উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের ভোটার মিঠুন চক্রবর্তী। বেলগাছিয়ার দত্ত বাগান ২২ নম্বর এলাকায় একটি বুথে ভোট দিয়ে জানালেন ‘আজকের পর আর রাজনীতিতে নয়। চলে যাব সিনেমার জগতে।’
ভোট দিয়ে মিঠুন বের হওয়ার সময় তাঁকে ঘিরে ওঠে ‘চোর, চোর’ স্লোগান। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা তাকে দেখে ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন।
এদিকে বেলেঘাটা নারকেডাঙায় একাধিক বুথে কংগ্রেস এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য অভিযোগ জানাতে চলে যান থানায়। নারকেলডাঙা থানায় গিয়ে আইসি মৃগাঙ্ক মোহন দাসের কাছে অভিযোগ জানান তিনি।
উত্তর কলকাতায় কাশীপুরে বিজেপি প্রার্থী তাপস রায় বুথে পৌঁছতেই তুমুল উত্তেজনা শুরু হয়। ধস্তাধস্তি বাধে।