এনবিটিভি, আসিফ খান, নদীয়া: সোমবার চাপড়া ব্লক গ্ৰামীন সম্পদ কর্মী (ভি.আর.পি) সংগঠনের পক্ষ থেকে চাপড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন জমা করা হল। ভি.আর.পি সংগঠনের দাবী গুলো হল-
১.আমাদের স্থায়ী করণ করতে হবে৷
২.মাসিক ১৫ হাজার টাকা বেতন চালু করতে হবে৷
৩. ৬২বছর বয়স পযর্ন্ত কাজ করার অনুমতি দিতে হবে৷
৪.স্বাস্থ্য সাথী ও স্বাস্থ্য বিমার আওতাই আনতে হবে এবং
৫.কোভিড এর ডিউটি করতে হয় তাই উপযুক্ত কীটস্ দিতে হবে ।
সূত্রের খবর এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভি.আর.পি সংগঠনের ব্লক সভাপতি রোজদুল সেখ ,জেলা সহ সম্পাদক সঞ্জয় হালদার, ব্লক যুগ্ম সম্পাদক অভিজিৎ বিশ্বাস ও নজরুল সেখ ,কোষাধ্যক্ষ রাখাল সেখ সহ প্রায় ৬০ জন ভি.আর.পি। চাপড়া ব্লক আধিকারিক অনিমেষ কান্তি মান্না মহাশয় বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষ কে জানাবেন বলে আশ্বস্ত করেছেন।