এনবিটিভি, ওয়েব ডেস্ক: নেভার নাম নেই হরিয়ানার নুহ জেলায় সাম্প্রদায়িক হিংসার আগুন। বুধবার নুহ জেলার দুটি মসজিদ লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। মসজিদগুলি বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের কোনও খবর মেলেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে চেপে মলোটোভ ককটেল নিয়ে এসেছিল দুই দুষ্কৃতী। সেটা ফাটার কারণেই মসজিদে আগুন ধরেছে। তবে দুষ্কৃতীদের এখনও খোঁজ মেলেনি।