বিরিয়ানি পছন্দ না হওয়ায় তা টুইট করে জানালেন এক ব্যক্তি, সেই টুইটে ঢুকলেন নেতা-মন্ত্রীরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

4830174651a0020a86c10c2954beb6dca0a87bfe0679ffcd7707c61f9820ba26

যত কাণ্ড বিরিয়ানি নিয়ে, তাও সেই হায়দরাবাদে। বিরিয়ানি পছন্দ না হওয়ায় তা টুইট করে জানালেন এক ব্যক্তি। সেই টুইটে ঢুকলেন নেতা-মন্ত্রীরা এবং এখন তা ভাইরাল হয়ে দাঁড়িয়েছে।
থোটাকুরি রঘুপতি নামক এক ব্যক্তি টুইটারে এক থালা বিরিয়ানির ছবি দেন। সেই সঙ্গে লেখেন, ‘আমি এক্সট্রা মশলা এবং এক্সট্রা লেগপিসের অর্ডার দিয়েছিলাম, কিন্তু কিছুই পাইনি। এটাই সাধারণ মানুষকে পরিবেশন করার ধরন?’ অতি বিরিয়ানি-প্রীতি থাকলে দুঃখ করে এমন পোস্ট করা যেতেই পারে। কিন্তু এই ব্যক্তি পোস্টের সঙ্গে তেলঙ্গনার মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন এবং নগরোন্নয়ন মন্ত্রী কেটি রামা রাওকে ট্যাগ করে দেন।
রামা রাও এই মুহূর্তে রাজ্যের কোভিড টাস্ক ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর চোখে পড়ে টুইটটি। তিনি ওই বিরিয়ানি-প্রেমীকে উদ্দেশ্য করে লেখেন, ‘এতে আমাকে কেন ট্যাগ করা হল ভাই? আমার কাছ থেকে আপনি কী আশা করছেন?’ এরপরেই গোটা বিষয়টা হাসির খোরাক হয়ে ওঠে। মজা নিয়েছেন হায়দরাবাদের মিম নেতা আসাদুদ্দিন ওয়েইসিও। মন্ত্রীর টুইটের উত্তর দিয়ে তিনি লেখেন, ‘রামা রাওয়ের অফিসের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’
বহু টুইটার ব্যবহারকারী রামা রাওয়ের টুইটে মজা পেয়েছেন। কেউ লিখছেন, ওই ব্যক্তি রামা রাওয়ের কাছে এক্সট্রা মশলা চাইছেন। অনেকে আবার হায়দরাবাদিদের বিরিয়ানি প্রীতির কথা মনে করিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে বিরিয়ানি নিয়ে খুব একচোট হাসির নাটক হয়ে গেল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর